১২ অক্টোবর ২০২৫, ০২:০৩ পিএম | আপডেট: ১২ অক্টোবর ২০২৫, ০২:১৩ পিএম ফিলিস্তিনের গাজা উপত্যকায় দীর্ঘস্থায়ী সংঘাতের অবসান ও মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে আসন্ন সপ্তাহে অনুষ্ঠিত হতে যাচ্ছে এক গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সম্মেলন। এই সম্মেলনে যুক্তরাষ্ট্র প্রথমবারের মতো ইরানকেও আমন্ত্রণ জানিয়েছে, যা কূটনৈতিক মহলে নতুন আলোচনার জন্ম দিয়েছে। আগামী সোমবার (১৩ অক্টোবর) মিসরের রেড সি উপকূলীয় শহর শার্ম আল-শেখে অনুষ্ঠিত হবে এই উচ্চপর্যায়ের গাজা শান্তি সম্মেলন। এতে সহ-সভাপতিত্ব করবেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি। শান্তি উদ্যোগের মূল লক্ষ্য হলো, গাজায় সদ্য কার্যকর হওয়া যুদ্ধবিরতির পর একটি স্থায়ী আঞ্চলিক স্থিতিশীলতা প্রতিষ্ঠা করা এবং ভবিষ্যৎ সংঘাত এড়ানোর জন্য একটি কার্যকর কাঠামো তৈরি করা। মিসরের প্রেসিডেন্সি এক বিবৃতিতে জানিয়েছে, সম্মেলনে বিশ্বের ২০টিরও বেশি দেশের শীর্ষ নেতা উপস্থিত থাকবেন...