নিজস্ব প্রতিবেদকঃরাজশাহীর বাগমারা উপজেলার ভবানীগঞ্জ খাদ্যগুদামে নিম্নমানের চাল মজুদ ও তা নিয়ে অনিয়মের অভিযোগে গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা বাচ্চু মিয়াকে বাধ্যতামূলক অবসর দেওয়া হয়েছে। জনস্বার্থে তাকে অবসর দেওয়ার এই সিদ্ধান্তে বলা হয়েছে, তিনি ২৫ বছরের চাকরিকাল পূর্ণ করেছেন এবং সরকারের বিবেচনায় তাঁর দায়িত্বে থাকা অব্যাহত রাখা অনুচিত। একই ঘটনায় রাজশাহী জেলার ভারপ্রাপ্ত খাদ্য নিয়ন্ত্রক (সহকারী খাদ্য নিয়ন্ত্রক) ওমর ফারুককে বদলি করে সাতক্ষীরায় পাঠানো হয়েছে। তাঁর স্থলাভিষিক্ত হয়েছেন চাঁপাইনবাবগঞ্জ জেলার ভারপ্রাপ্ত কর্মকর্তা (সহকারী খাদ্য নিয়ন্ত্রক) মোহন আহমেদ। তবে নীতিমালা অনুযায়ী কোনো কর্মকর্তা নিজ জেলার দায়িত্ব নিতে পারেন না—তাতে বিতর্কের সৃষ্টি হয়েছে, কারণ মোহন আহমেদের বাড়ি রাজশাহীর বাগমারা উপজেলায়। সরকারি আদেশে উল্লেখ করা হয়েছে, এটি আপাতত সাময়িক দায়িত্ব। রাজশাহী আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক মঈন উদ্দিন জানান, চাঁপাইনবাবগঞ্জ রাজশাহীর কাছাকাছি হওয়ায় দুই জেলার দায়িত্ব একসঙ্গে...