রোববার (১২ অক্টোবর) দুপুরে শহীদ মিনার থেকে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী। তিনি জানান, জনদুর্ভোগ এড়াতে আমরা সিদ্ধান্ত নিয়েছি, প্রেস ক্লাবের পরিবর্তে আমাদের লাগাতার অবস্থান এখন থেকে শহীদ মিনারে হবে। প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত আমরা এখানেই কর্মসূচি চালাব। অধ্যক্ষ আজিজী বলেন, আমাদের শীর্ষ নেতারা ইতোমধ্যে শহীদ মিনারে অবস্থান নিয়েছেন। যারা এখনও প্রেস ক্লাবে আছেন, তাদের অনুরোধ করছি শহীদ মিনারে যোগ দিতে। আলোচনার মাধ্যমে, সহযোগিতার মাধ্যমে প্রজ্ঞাপন জারি হলে আমরা শ্রেণিকক্ষে ফিরে যাব। আরো পড়ুন :অর্থ উপদেষ্টার সঙ্গে আলোচনায় সচিবালয়ে শিক্ষকদের প্রতিনিধি দল প্রেস ক্লাব এলাকা থেকে শিক্ষকদের সরানোর সময় পুলিশ সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এতে শিক্ষার্থীরা আতঙ্কিত হলেও কোন বড় ধরনের সংঘর্ষের ঘটনা ঘটেনি। শিক্ষকরা প্রতিরোধ গড়ে তোলার...