বাগেরহাট:বাগেরহাটে পিআর পদ্ধতিতে নির্বাচনসহ ৫ দফা দাবিতে মিছিল ও স্মারকলিপি প্রদান করেছে বাংলাদেশ জামায়েতে ইসলামী। রোববার (১২ অক্টোবর) দুপুরে বাগেরহাট শহরের দশানী থেকে বাংলাদেশ জামায়েতে ইসলামী বাগেরহাট জেলা শাখার উদ্যোগেহ একটি মিছিল বের করা হয়।কয়েকহাজার নেতাকর্মী মিছিলসহকারে জেলা প্রশাসকের কার্যালয়ে আসেন। পিআর পদ্ধতিতে নির্বাচনসহ ৫ দফা দাবিতে জেলা প্রশাসক আহমেদ কামরুল হাসানের কাছে প্রধান উপদেষ্টা বরাবর লেখা স্মারকলিপি প্রদান করেন। এসময়, জামায়াতের কেন্দ্রীয় মজলিসের সুরার সদস্য অধ্যক্ষ মাওলানা মশিউর রহমান খান, জেলা জামায়াতের আমির মাওলানা রেজাউল করিম, জেলা জামাতের নায়েবে আমির এ্যাডভোকেট শেখ আব্দুল ওয়াদুদ, জেলা সেক্রেটারি শেখ মোহাম্মদ ইউনুস, জামায়াত নেতা অধ্যক্ষ আব্দুল আলীম, শেখ মনজুরুল হক রাহাদ উপস্থিত ছিলেন। বাংলাদেশ জামায়েতে ইসলামীর দাবিগুলো হচ্ছে, জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন, জাতীয় সংসদের উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু....