এ বিষয়ক কয়েকটি চিঠিপত্র দেখার পর সেগুলোর বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স শুক্রবার এ খবর দিয়েছে। গত সোমবার মার্কিন সেনেটের রিপাবলিকানরা ২০২৩ সালের একটি নথি প্রকাশ করেছেন। তাতে দেখা গেছে, যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ তদন্ত সংস্থা এফবিআই ব্ল্যাকবার্নসহ মার্কিন বিচার বিভাগের ওই দাঙ্গার তদন্তের সঙ্গে সম্পর্কিত সেনেটরদের ফোন থেকে ‘টোল রেকর্ডস’ নামে পরিচিত ফোন ডেটা পেয়েছে। টেলিকম কোম্পানিগুলো কি ‘তাদের ব্যক্তিগত ডিভাইস, তাদের দাপ্তরিক সরকারি ডিভাইস, না উভয় ডিভাইসের সেল ফোন রেকর্ড’ দিয়েছে, এরকম বেশ কিছু প্রশ্নের উত্তর চেয়েছেন ব্ল্যাকবার্ন। পৃথকভাবে রিপাবলিকান সেনেটর বিল হেগারটি জানিয়েছেন, তার ফোনের রেকর্ডগুলো প্রকাশের করার বিষয়ে উত্তর চেয়ে ভেরিজনের কাছে লিখেছেন তিনি। যে আটজন আইনপ্রণেতার তথ্য জব্দ করা হয়েছিল হেগারটি তাদের মধ্যে একজন। শুক্রবার ভেরিজন রয়টার্সকে জানিয়েছে, যে গ্রাহকদের বিষয়ে অনুরোধ জানানো হয়েছিল তাদের তথ্য ও...