নির্বাচন সামনে রেখে অনেক ‘ষড়যন্ত্র ও চক্রান্ত’ চলছে মন্তব্য করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জাতির সামনে ‘কঠিন পরীক্ষা’ অপেক্ষা করছে। তবে “সমস্ত ষড়যন্ত্র চক্রান্তকে পরাজিত করবার শক্তি বাংলাদেশের মানুষের আছে” বলেও আশাবাদের কথা শুনিয়েছেন তিনি। রোববার দুপুরে এক আলোচনা সভায় বিএনপির মহাসচিব বলেন, “এই সামনের যে পরীক্ষা, সেই পরীক্ষা কঠিন পরীক্ষা। প্রতিদিন আপনাদের এই ইউটিউব, টেলিভিশন, সোশাল মিডিয়া… এগুলোতে বিভিন্ন রকম সত্য-মিথ্যা মিথ্যা অপপ্রচার চালিয়ে যাওয়া হচ্ছে। “আমার বিশ্বাস যে, আপনার এখান থেকে সঠিক তথ্যটি বেছে নিতে সক্ষম। আমার বিশ্বাস, এই দেশের মানুষ কখনো ভুল করে না, এই দেশের মানুষ সবসময় সঠিক পথে এগিয়ে যায়।” ফখরুল বলেন, “শান্তিপূর্ণভাবে আমরা সেই প্রক্রিয়ার মধ্যে যেতে চাই, যেখানে একটি নির্বাচনের মধ্য দিয়ে জনগণ তার আস্থা প্রকাশ করবে এবং তাদের একটা...