বিশ্বের শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠান গুগলের সিকিউরিটি কনসালট্যান্ট ইন্টার্নশিপ ২০২৬–এর জন্য আবেদন গ্রহণ শুরু হয়েছে। কম্পিউটার সায়েন্স, ইনফরমেশন টেকনোলজি বা সংশ্লিষ্ট কারিগরি বিষয়ে অধ্যয়নরত স্নাতক ও স্নাতকোত্তর শিক্ষার্থীরা এই ইন্টার্নশিপে আবেদন করতে পারবেন। ১২ সপ্তাহ মেয়াদি এই পূর্ণকালীন ইন্টার্নশিপে অংশ নিয়ে শিক্ষার্থীরা হাতে–কলমে কাজের অভিজ্ঞতা ও পেশাগত দক্ষতা অর্জনের সুযোগ পাবেন। পাশাপাশি গুগলের বৈচিত্র্যময় দলের সঙ্গে কাজ করে ক্লায়েন্ট ও স্টেকহোল্ডারদের নিরাপত্তা–সংক্রান্ত সমস্যা সমাধানে যুক্ত হওয়ার সুযোগও থাকবে। কম্পিউটার সায়েন্স বা ইনফরমেশন সিকিউরিটি বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তরে অধ্যয়নরত হতে হবে। পেশাদার সাইবার সিকিউরিটি ক্ষেত্রে অভিজ্ঞতা থাকতে হবে। যুক্তরাষ্ট্রে কোনো ডিগ্রি প্রোগ্রামে ভর্তি থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। বিশ্ববিদ্যালয়ের নিয়মিত সময়ের বাইরে পূর্ণকালীন ১২ সপ্তাহ কাজের সক্ষমতা থাকতে হবে। পড়াশোনার শেষ থেকে দ্বিতীয় বর্ষে থাকতে হবে বা ইন্টার্নশিপ শেষে আবার ডিগ্রিতে ফিরতে হবে।...