বিশ্বব্যাংক এক প্রতিবেদনে সতর্ক করেছে, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি দক্ষিণ এশিয়ার শ্রমবাজারে বড় পরিবর্তন আনতে যাচ্ছে। সংস্থাটির নতুন রিপোর্ট অনুযায়ী, ভারত, বাংলাদেশ, নেপাল, ভুটান, মালদ্বীপ ও শ্রীলঙ্কায় মোট চাকরির প্রায় সাত শতাংশ ভবিষ্যতে এআই দ্বারা প্রতিস্থাপিত হতে পারে। ‘South Asia Development Update: Jobs, AI and Trade’ শিরোনামের এই প্রতিবেদনে বলা হয়েছে, এআইয়ের প্রভাব সবচেয়ে বেশি পড়বে তরুণ ও মাঝারি শিক্ষিত কর্মীদের ওপর। বিশেষ করে তথ্যপ্রযুক্তি, হিসাবরক্ষণ ও গ্রাহকসেবা খাত সবচেয়ে ঝুঁকিপূর্ণ। অফিসে নানাবিধ কাজ স্বয়ংক্রিয় হয়ে যাওয়ায় এসব ক্ষেত্রে কর্মসংস্থানের সুযোগ কমে যাবে বলে ধারণা করা হচ্ছে। বিশ্বব্যাংকের হিসাব অনুযায়ী, উন্নয়নশীল অর্থনীতিগুলোর জন্য এই ঝুঁকি আরও গভীর—এ ধরনের দেশে মোট চাকরির প্রায় ১৫ শতাংশই এআই প্রযুক্তির আগ্রাসনে হারিয়ে যেতে পারে। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ব্যবসা, হিসাবরক্ষণ, ডেটা প্রসেসিং ও...