আন্তর্জাতিক বিরতিতে জাতীয় দলের হয়ে খেলছেন না মেসি। তাই বলে সময়টা বসেও কাটাচ্ছেন না। মেজর লিগ সকারে আটলান্টা ইউনাইটেডের বিপক্ষে জোড়া গোল করেছেন। তাতে ৪-০ ব্যবধানে জিতেছে ইন্টার মায়ামি। এই জয়ের সঙ্গে মেজর লিগ সকারে (এমএলএস) গোলদাতাদের তালিকার শীর্ষেও উঠে গেছেন আর্জেন্টাইন সুপারস্টার। আন্তর্জাতিক সূচির মধ্যে মেজর লিগ চলায় মেসি খেলবেন কি না, তা নিয়ে অনিশ্চয়তা ছিল। ম্যাচ শুরুর আগে কোচ হাভিয়ের মাসচেরানো একাদশ ঘোষণার সময় জানা যায়, মাঠে নামছেন মেসি। সপ্তাহজুড়ে আর্জেন্টিনা দলের সঙ্গে ফ্লোরিডায় অনুশীলন করেছেন মেসি ও রদ্রিগো দে পল। তবে হার্ড রক স্টেডিয়ামে ভেনেজুয়েলার বিপক্ষে শুক্রবারের প্রীতি ম্যাচ দর্শকসারি থেকেই দেখেছেন মেসি। দে পল ওই ম্যাচে শেষদিকে বদলি হিসেবে নামেন, ফলে ইন্টার মায়ামির হয়ে এই ম্যাচে তিনি ছিলেন অনুপস্থিত। মেসি দিনের শুরুতে ২৪ গোল নিয়ে লস...