প্রকৃত গাছপ্রেমীরা জানেন, শীতের প্রস্তুতি যদি এ সময় থেকেই শুরু করা যায়, তাহলে গাছপালা ঠাণ্ডায় নষ্ট না হয়ে বরং আরও শক্ত হয়ে উঠবে। প্রথমেই সবচেয়ে সহজ তবে গুরুত্বপূর্ণ বিষয় হল আবহাওয়ার খোঁজ রাখা। যুক্তরাজ্যভিত্তিক বাগান বিশেষজ্ঞ ক্রিসি হ্যান্ডলি রিয়েলসিম্পল ডটকম’য়ে প্রকাশিত এক প্রতিবেদনে বলেন, “আবহাওয়া ও তাপমাত্রা অনুযায়ী গাছের যত্নের ধরন ঠিক করতে হয়। হঠাৎ বৃষ্টির খবর আগে থেকে না জানলে গাছের ক্ষতি হয়ে যেতে পারে।” তাই প্রতিদিনের আবহাওয়া সম্পর্কে খবর থাকলে কখন গাছ ঢেকে রাখতে হবে, কখন পানি দেওয়া বন্ধ করতে হবে, বা কখন ফল ও সবজি তোলার সময় বোঝা যাবে। আবহাওয়ার পূর্বাভাস জানা মানে গাছ আগেই প্রস্তুত। রাতের শেষ অংশে শীতের ঠাণ্ডা এখন টের পাওয়া যাচ্ছে। এমন রাতে গাছ নষ্ট হয়ে যেতে পারে। তাই তাপমাত্রা হ্রাসের আগে ব্যবস্থা...