সিরাজগঞ্জের শাহজাদপুরের উত্তরবঙ্গের গুরুত্বপূর্ণ বাঘাবাড়ী নদী বন্দরে আশংকাজনক হারে পণ্যবাহী জাহাজ আসা কমে যাওয়ায় এ বন্দরটি এখন প্রায় অচল হয়ে পড়েছে। মাঝে মাঝে দু’একটি জাহাজ ভিড়লেও বন্দরটিতে আগেরমত কর্মচাঞ্চল্য আর নেই। এক সময় প্রায় ৭০০ শ্রমিক এ বন্দরে মাল উঠানামার কাজে নিয়োজিত থাকলেও সেটি এখন কমে দাঁড়িয়েছে একশত থেকে একশত পঞ্চাশ জন। স্বাভাবিক ভাবেই কর্মহীন হয়েছে কয়েকশত শ্রমিক। বন্দরটি হারাচ্ছে তার নিজস্ব ঐতিহ্য। এই বন্দর থেকে বিপুল পরিমাণ সরকারের রাজস্ব আয় হতো। সেটিও এখন কমতে শুরু করেছে। গত অর্থ বছরের তুলনায় চলতি বছরে এক কোটি টাকা রাজস্ব আয় কমার খবর পাওয়া গেছে। এদিকে বাঘাবাড়ী নৌবন্দরের একাধিক সূত্র থেকে জানা যায়, বাংলাদেশের অভ্যন্তরীণ নৌ-কর্তৃপক্ষ (বি আই ডাব্লিউ টি এ) সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পোতাজিয়া ইউনিয়নের বাঘাবাড়ী বড়াল নদীর তীরে প্রায় ৩৬ একর...