অতিথি এলে প্রথমেই প্রশ্ন— “ওয়াইফাই পাসওয়ার্ড কী?” আজকের ডিজিটাল যুগে ইন্টারনেট ছাড়া মুহূর্ত কল্পনা করা কঠিন। তবে অনেক সময় পাসওয়ার্ড না জেনেও ওয়াইফাই নেটওয়ার্কে কানেক্ট করা যায়— যদি রাউটার প্রস্তুতকারী সংস্থা সেই সুবিধা দিয়ে থাকে। তবে মনে রাখতে হবে, কারও অনুমতি ছাড়া তার নেটওয়ার্ক ব্যবহার আইনত দণ্ডনীয়। চলুন দেখে নেওয়া যাক, পাসওয়ার্ড ছাড়াই ওয়াইফাই নেটওয়ার্কে যুক্ত হওয়ার কয়েকটি সহজ উপায়: যদি রাউটারের WPS অপশন এনাবল থাকে, তাহলে নিচের ধাপগুলো অনুসরণ করুন— স্মার্টফোনে Settings → Wi-Fi → Advanced Settings এ যান। কয়েক সেকেন্ডের মধ্যেই ফোন স্বয়ংক্রিয়ভাবে নেটওয়ার্কে কানেক্ট হবে। এর পর থেকে ফোনটি নিজে থেকেই ওই রাউটারে কানেক্ট হয়ে যাবে। কিছু রাউটারে সাময়িক Guest Network তৈরির সুযোগ থাকে—যাতে অতিথিরা পাসওয়ার্ড ছাড়াই ইন্টারনেট ব্যবহার করতে পারেন। কম্পিউটারের ব্রাউজারে 192.168.0.1 বা 192.168.1.1 টাইপ...