জুলাই গণঅভ্যুত্থানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের(জবি)শহীদ ইকরামুল হক সাজিদের স্মরণে শাখা শিবির কর্তৃক আয়োজিত আন্তঃবিভাগ বিতর্কের পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠানে আসছেন ডাকসুর ভিপি সাদিক কায়েম। অনুষ্ঠানে তিনি প্রধান অতিথি হিসেবে থাকছেন। চদৈনিক জনকণ্ঠকে বিষয়টি নিশ্চিত করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র শিবিরের সেক্রেটারি আব্দুল আলিম আরিফ। এ বিষয়ে জানতে চাওয়া হলে আব্দুল আলিম আরিফ দৈনিক জনকণ্ঠকে বলেন, শহীদ ইকরামুল হক সাজিদের স্মরণে বিতর্ক প্রতিযোগিতাটির পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আসছেন ডাকসুর ভিপি সাদিক কায়ুম ভাই। আমরা ভাইকে ডাকসুর ভিপি হিসেবে আনছি এটা একটা কারণ, তার চেয়ে বড় কারণ হচ্ছে সাদিক ভাই বাংলাদেশ ইসলামি ছাত্র শিবিরের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক। পুরস্কার বিতরণী অনুষ্ঠান শান্ত চত্বরের কাছেই হবে, সাদিক ভাই যথাসময়ে উপস্থিত থাকবেন। উল্লেখ্য, গত শনিবার (১১ অক্টোবর) জুলাই গণঅভ্যুত্থানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের...