১২ অক্টোবর ২০২৫, ০২:২৪ পিএম | আপডেট: ১২ অক্টোবর ২০২৫, ০২:৪২ পিএম দুই বছরের রক্তক্ষয়ী সংঘাতের পর গাজায় অবশেষে শান্তির নতুন দিগন্ত উন্মোচনের আশা দেখা দিয়েছে। যুদ্ধবিরতি কার্যকর হওয়ার কয়েক দিনের মধ্যেই শুরু হচ্ছে বহুল প্রতীক্ষিত জিম্মি-বন্দী বিনিময় প্রক্রিয়া। মিসরে অনুষ্ঠিতব্য শান্তি সম্মেলনের ঠিক আগ মুহূর্তে এই পদক্ষেপটি সংঘাত-পরবর্তী আঞ্চলিক স্থিতিশীলতার পথে একটি বড় অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে। আগামীকাল সোমবার সকাল থেকে ইসরায়েলি জিম্মিদের মুক্তি দেওয়া শুরু করবে হামাস—সংবাদসংস্থা এএফপিকে এমন তথ্য জানিয়েছেন সংগঠনটির শীর্ষ নেতা ওসামা হামদান। এই মুক্তি প্রক্রিয়া যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শান্তি পরিকল্পনার প্রথম ধাপের অংশ, যা গাজায় স্থায়ী যুদ্ধবিরতি ও মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা ফিরিয়ে আনার লক্ষ্য নিয়ে তৈরি হয়েছে। এরই ধারাবাহিকতায় মিসরের শার্ম আল-শেখে সোমবার বিকেলে শুরু হবে আন্তর্জাতিক শান্তি সম্মেলন, যার যৌথ সভাপতিত্ব করবেন ট্রাম্প...