অচেনা চ্যাট বা বার্তা দেখলে খেয়াল করুনহঠাৎ কোনো নতুন গ্রুপে যুক্ত হয়ে গেলেন? কারও কাছে এমন বার্তা গেল, যেটা আপনি লেখেননি? এসব হলে বুঝবেন কেউ আপনার হোয়াটসঅ্যাপ অ্যাক্সেস করছে।লাস্ট সিন বা অনলাইন স্ট্যাটাস মিলিয়ে দেখুনআপনি অ্যাপে ঢোকেননি, অথচ কেউ আপনাকে দেখছে online বা last seen recently? এমন হলে ধরে নিন, কিছু একটা গড়বড় হচ্ছে।সিকিউরিটি কোড চেঞ্জ হলে নোটিফিকেশন পানকেউ আপনার অ্যাকাউন্টে ঢুকে থাকলে এনক্রিপশন সিকিউরিটি কোড বদলাতে পারে। সেটি জানতে হলে যান Settings > Account > Security এবং Show Security Notifications অপশনটি চালু করুন।কিছু পরামর্শ- অজানা কোনো ডিভাইসে লগ ইন থাকলে সঙ্গে সঙ্গে লগ আউট করুন।- অচেনা বার্তা বা আচরণ দেখলে অ্যাকাউন্ট নিরাপত্তা যাচাই করুন।- প্রয়োজনে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট রিসেট করুন এবং নতুন পিন ব্যবহার করুন।নিজের তথ্য নিজেরই সুরক্ষা করতে হবে।...