আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-২ (নগরকান্দা ও সালথা) আসনে বিএনপির প্রার্থী শামা ওবায়েদ ইসলাম রিংকু উল্লেখযোগ্যভাবে এগিয়ে রয়েছেন বলে দাবি করেছেন রাজনৈতিক বিশ্লেষক ও দলীয় নেতাকর্মীরা। নগরকান্দা ও সালথা উপজেলার বিভিন্ন এলাকায় ব্যাপক গণসংযোগ, পথসভা ও অতিথি সমাবেশের মাধ্যমে নির্বাচনী প্রচারনায় গতি এনেছেন শামা ওবায়েদ। স্থানীয়দের সঙ্গে সরাসরি মতবিনিময়, তাদের সমস্যার কথা শোনা এবং সমাধানের প্রতিশ্রুতি দিয়ে তিনি ভোটারদের আস্থা অর্জনের চেষ্টা করছেন। স্থানীয় পর্যবেক্ষক ও রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বিএনপির জাতীয় পর্যায়ের ‘নীতিগত জনমৈত্রীর’ প্রচার, উন্নয়ন-ভিত্তিক প্রতিশ্রুতি এবং দলীয় ঐক্য বজায় রাখতে পারায় শামা ওবায়েদ বর্তমানে জনসমর্থনের দিক থেকে সুবিধাজনক অবস্থানে রয়েছেন। এক প্রতিক্রিয়ায় শামা ওবায়েদ বলেন, “গত কয়েক বছরে এই এলাকায় কাঙ্ক্ষিত উন্নয়ন হয়নি। আমি নির্বাচিত হলে শিক্ষা, স্বাস্থ্য, সড়ক যোগাযোগসহ প্রতিটি খাতে দৃশ্যমান পরিবর্তন আনবো।” তবে প্রতিদ্বন্দ্বী...