রয়টার্সের উদ্ধৃতি দিয়ে দুটি নিরাপত্তা সূত্র জানায়, শারম আল-শেখ শহর থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরে বাঁক নেওয়ার সময় কাতারি কূটনীতিকদের বহনকারী গাড়িটি উল্টে গেলে এ দুর্ঘটনা ঘটে। এর কয়েকদিন আগেই গাজায় যুদ্ধবিরতি নিয়ে কাতার, তুরস্ক ও মিশরের কর্মকর্তারা শারম আল-শেখে পরোক্ষ আলোচনায় অংশ নিয়েছিলেন। ওই বৈঠকের ফলেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজা যুদ্ধ সমাপ্তির প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী ইসরায়েল...