
ধর্ম পরিবর্তন করে হেমা মালিনীকে বিয়ে করেন ধর্মেন্দ্র। তবে প্রথম স্ত্রী প্রকাশ কৌরের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেননি তিনি। বরং দুই সংসারেই সমতা বজায় রেখে এগিয়ে যাচ্ছেন জীবনের শেষপ্রান্তে। সম্প্রতি এক সাক্ষাৎকারে ধর্মেন্দ্রর ছেলে ববি দেওল জানান, তাঁর বাবা মূলত প্রথম স্ত্রী প্রকাশ ও তাঁদের চার সন্তান সানি, ববি, বিজেতা ও আজিতার সঙ্গে থাকেন। অন্যদিকে, হেমা মালিনী নিজের আলাদা বাংলোয় থাকেন। তবে মাঝে মাঝে ধর্মেন্দ্র সেখানে যান, কয়েকদিন থাকেনও। ববি হাস্যরসের সুরে বলেন, মা হেমাজির বাড়িতে গেলে বাবাকে নিরামিষাশী হতে হয়, কারণ হেমা মাছ-মাংসের গন্ধ সহ্য করতে পারেন না। অন্যদিকে, হেমা মালিনী অতীতে এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, তিনি কখনও ধর্মেন্দ্রর প্রথম পরিবার থেকে কিছু দাবি করেননি। তিনি জানান, ভালোবাসায় শুধু নিজের থেকে দিতে হয়। আমরা একে অপরকে এতটা ভালোবাসি যে, এসব ছোটখাটো...