ভোলার চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা থানার চরমানিকা ইউনিয়নের দক্ষিণ আইচা বাজারের দক্ষিণ মাথায় বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে খলিল মিয়ার বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। রোববার সকাল সাড়ে ১০টার দিকে দক্ষিণ আইচা বাজারের দক্ষিণ মাথায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, সকাল সোয়া ১০টার দিকে খলিল মিয়ার বসতঘরে আগুনের সূত্রপাত ঘটে। ওই ঘরে ভাড়ায় থাকতেন সোহেল ও ইউসুফ নামে দুই ব্যক্তি, যাদের পরিবারসহ বসবাস ছিল। আগুনে তাদের বসতঘর ও ঘরের মালামাল সম্পূর্ণভাবে পুড়ে যায়। চরফ্যাশন ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মাসুদ জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের টিম ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে...