গত বছর জুলাই-অগাস্টের আন্দোলনের সময় থানা থেকে লুট হওয়া অস্ত্রের সবগুলোই উদ্ধার হওয়া সম্ভব নয় বলে মনে করছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। রোববার সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ বিষয়ে কথা বলেন। অস্ত্র উদ্ধারের জন্য পুরস্কার ঘোষণা করা হয়েছিল, কেউ পুরস্কার পেয়েছে কি না, কত অস্ত্র উদ্ধার হয়েছে, বাইরে থাকা অস্ত্রগুলো আগামী নির্বাচনের জন্য হুমকি তৈরি করবে কি না– এমন সব বিষয়ে প্রশ্নের জবাব দিতে গিয়ে উপদেষ্টা বলেন, অস্ত্র উদ্ধারের তথ্যটি সংগ্রহ করে পরে তিনি দিতে পারবেন। "নির্বাচনের সময় অস্থিতিশীল যেন করতে না পারে, সে ব্যবস্থা করা হচ্ছে। সব অস্ত্রতো সবসময় কোন সময় উদ্ধার হয় না। কিছু অস্ত্রতো বাইরে থাকবেই। এজন্যইতো আইনশৃঙ্খলা, যদি সব অস্ত্র উদ্ধার হত, সবকিছু নরমাল হতে, তা হলে আইনশৃঙ্খলা...