বাংলাদেশ জাতীয় ফুটবল দলের হেড কোচ হিসেবে হাভিয়ের কাবরেরা বর্তমানে তার চতুর্থ বছর পার করছেন। ২০২৫ সালে এএফসি এশিয়ান কাপের বাছাইপর্বে তিনি এক নজিরবিহীন সিদ্ধান্ত নেন, ব্যবহার করেন টানা তিন ম্যাচে তিন ভিন্ন গোলকিপিং কোচ।যেকোনো হেড কোচের জন্য এটি একটি রেকর্ড। বাংলাদেশের সর্বোচ্চ যোগ্যতাসম্পন্ন গোলকিপিং কোচ হিসেবে নুরুজ্জামান নায়নকে ধরা হয়। যিনি মালয়েশিয়ার এফএ পরিচালিত এএফসি গোলকিপিং ‘এ’ ডিপ্লোমা সম্পন্ন করেছেন। তিনি ২৫ মার্চ ২০২৫ ভারতের বিপক্ষে ম্যাচে গোলকিপিং কোচ হিসেবে দায়িত্ব পালন করেন। এরপর ১০ জুন ২০২৫ সিঙ্গাপুরের বিপক্ষে পরবর্তী ম্যাচে গোলকিপারদের দায়িত্বে ছিলেন স্পেনের মিগেল আনহেল ইগলেসিয়াস আনিদো। সর্বশেষ ৯ অক্টোবর ২০২৫ হংকং, চীনের বিপক্ষে ম্যাচে গোলকিপিং কোচ ছিলেন জাভি ফেরান্দো। ৪৮ বছর বয়সী এই স্প্যানিশ কোচ পূর্বে বার্সেলোনার যুব দলে কাজ করেছেন। এখানে সমস্যা কোনো কোচের যোগ্যতা,...