হামজা চৌধুরীর বাংলাদেশ অভিষেক হয়েছে গেল মার্চে, ভারতের বিপক্ষে। তবে সেই ম্যাচ থেকেই তার পারফর্ম্যান্স তো বটেই, দলকে যেন মাঠে নেতৃত্ব দিচ্ছেন তিনি। দলকে উদ্বুদ্ধ করা, কোনো ভুলত্রুটি দেখিয়ে দেওয়া, সমস্যা হলে এগিয়ে যাওয়া, সবই করছেন তিনি। এবার সেই তাকে অধিনায়ক করার প্রস্তাব দিলেন সাবেক বাংলাদেশ অধিনায়ক আমিনুল হক। জাতীয় প্রেস ক্লাবের ৭১তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। সেটা উদ্বোধন করতে এসেই আমিনুল এই কথা বলেন। আমিনুল বলছেন, ‘হামজার মতো একজন ফুটবলার যদি অধিনায়কত্ব করে তাহলে বাংলাদেশ দল অনেকটাই নির্ভার হবে। তার নেতৃত্ব দেওয়ার গুণাগুণ রয়েছে, তিনি লেস্টার সিটি ক্লাবে অধিনায়কত্ব করেছেন।’ হামজা বাংলাদেশ দলে খেলছেন ৫ মাস হলো। তবে ২৮ বছর বয়সী এই মিডফিল্ডার অভিষেকের আগেই ইংল্যান্ডের ফুটবলে খেলে অভিজ্ঞতার ঝুলি ভারি করেছেন। লেস্টার সিটির অধিনায়কত্বও করেছেন অনেক...