১২ অক্টোবর ২০২৫, ০১:১৩ পিএম | আপডেট: ১২ অক্টোবর ২০২৫, ০১:১৯ পিএম মধ্য আফ্রিকার দেশ ক্যামেরুনে দীর্ঘদিনের শাসক এবং বিশ্বের সবচেয়ে প্রবীণ রাষ্ট্রপ্রধান পল বিয়া আবারও ক্ষমতায় ফেরার জন্য নির্বাচনে অংশ নিচ্ছেন। ৯২ বছর বয়সী এই নেতা ১৯৮২ সাল থেকে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন। এবার তিনি অষ্টম মেয়াদে ক্ষমতায় ফেরার লড়াইয়ে নামছেন, যা দেশটির রাজনৈতিক দৃশ্যে একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত হিসেবে ধরা হচ্ছে। রবিবার (১২ অক্টোবর) ক্যামেরুনে অনুষ্ঠিত হতে যাচ্ছে প্রেসিডেন্ট নির্বাচন। স্থানীয় ও আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্য অনুযায়ী, পল বিয়া এবারের নির্বাচনে সবচেয়ে সম্ভাব্য বিজয়ী বলে মনে করা হচ্ছে। যদিও তার বিপক্ষে আরও ১১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন, কিন্তু বিরোধী শিবিরের বিভাজনের কারণে তাদের জয়লাভের সম্ভাবনা কম বলে বিশেষজ্ঞরা মনে করছেন। বয়স ও শারীরিক দুর্বলতা থাকা সত্ত্বেও পল বিয়া অবসরের...