১২ অক্টোবর ২০২৫, ০১:৫৮ পিএম | আপডেট: ১২ অক্টোবর ২০২৫, ০১:৫৯ পিএম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে ২০২৪ সালের জুলাই-আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় যুক্তিতর্ক উপস্থাপন সরাসরি সম্প্রচার চলাকালে ফেসবুক পেজে সাইবার হামলা হয়েছে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। রোববার (১২ অক্টোবর) দুপুরে তিনি এ তথ্য জানান। তিনি বলেন, সাইবার হামলার পর এটি উদ্ধার করা হয়েছে। রোববার (১২ অক্টোবর) দুপুরে তিনি এ তথ্য জানান। তিনি বলেন, সাইবার হামলার পর এটি উদ্ধার করা হয়েছে। এদিক শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে ২০২৪ সালের জুলাই-আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় যুক্তিতর্ক উপস্থাপন শুরু হয়েছে। সকালে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম প্রসিকিউশনের পক্ষে যুক্তি উপস্থাপন শুরু করেন। এরপর শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী নিজেদের যুক্তি তুলে ধরবেন। সবশেষে প্রসিকিউশন যুক্তি...