নিয়মিত শ্যাম্পু করছেন চুল ধুচ্ছেন কিন্তু তারপরেও যেন চুলে প্রাণ নেই। নিয়মিত শ্যাম্পুর পরেও যদি চুল ঝরঝরে বা কোমল না হয়, তবে এর পেছনে কয়েকটি সাধারণ কারণ থাকতে পারে। হয় আপনি ভুল শ্যাম্পু ব্যবহার করছেন নাহয় আপনার শ্যাম্পু করার প্রক্রিয়ায় ভুল আছে। চুল ঝরঝরে থাকলে দেখতে লাগে স্নিগ্ধ, পরিচ্ছন্ন। শীতকালে এই সমস্যা বেশি হয়। তাই শীত নামার ঠিক আগমুহূর্তে প্রাণহীন চুল ঝরঝরে করার উপায় জানাচ্ছি- আপনার চুলের ধরন অনুযায়ী শ্যাম্পু না হলে চুল রুক্ষ বা ঝরঝরে না হতে পারে। শুধু শ্যাম্পু করলে চুলের স্বাভাবিক তেল চলে যায়, ফলে চুল রুক্ষ হয়ে যায়। ফলে কী কন্ডিশনার ব্যবহার করবেন, কতটুকু সময় রাখবেন সেটাও আপনাকে জানতে হবে। চুলে কখনোই গরম পানি ব্যবহার করবেন না। বেশি গরম পানিতে শ্যাম্পু করলে চুলের আর্দ্রতা হারায়। নিয়মিত...