আগামীকাল শুরু হচ্ছে '৩৫তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র জে-৩০, ঢাকা' প্রতিযোগিতার মূলপর্বের আকর্ষণীয় খেলা। দু’দিন ধরে অনুষ্ঠিত টুর্নামেন্টের বাছাইপর্ব পেরিয়ে চারজন খেলোয়াড় মূলপর্বে খেলার সুযোগ পেয়েছেন। যার মধ্যে আছেন বাংলাদেশের প্রতিশ্রুতিশীল খেলোয়াড় অবিনাশ রাজভরও। রবিবার (১২ অক্টোবর) সকালে বাছাইপর্বের চূড়ান্ত খেলায় অবিনাশ রাজভর দাপটের সঙ্গে জয় পেয়েছেন স্বদেশী সাফওয়ান সামি-কে হারিয়ে। দুটি সেটেই অবিনাশের জয় এসেছে সহজে। প্রথম সেটে তিনি ৬-১ গেমে এবং দ্বিতীয় সেটে ৬-০ গেমে সাফওয়ানকে হারান। অবিনাশ ছাড়াও বাছাইপর্ব থেকে মূলপর্বে জায়গা নিশ্চিত করেছেন থাইল্যান্ডের চানাপাত পিসুথারনন্থ, চাইনিজ তাইপের উই চেং তাং এবং কোরিয়ার ইউন-সাং চো। এদিকে, বাছাইপর্ব ছাড়াও ওয়াইল্ড কার্ড নিয়ে আরও চারজন খেলোয়াড় মূলপর্বে সরাসরি খেলার সুযোগ পেয়েছেন। এই চারজনের মধ্যে বাংলাদেশের সাইম, জাওয়াদ ও মালেক এবং চীনের লি রয়েছেন। মেইন ড্র’তে আগে থেকেই...