১২ অক্টোবর ২০২৫, ০১:৩২ পিএম | আপডেট: ১২ অক্টোবর ২০২৫, ০১:৩২ পিএম “মাটির টানে ভ্রাতৃত্বের বন্ধনে এসো শেরপুরবাসী একসাথে বসি”— এই স্লোগানকে ধারণ করে ঐতিহ্যবাহী ঢাকা কলেজে গঠিত হলো শেরপুর জেলা ছাত্রকল্যাণ কমিটি। নতুন কমিটিতে ইতিহাস বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আইয়ুব আলী সভাপতি এবং পদার্থবিজ্ঞান বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী জাহিদুল ইসলাম রাকিব সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন। উপদেষ্টা পরিষদ নবনির্বাচিত ১ বছরের মেয়াদি ৮৬ সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণা করেন। ৬ সদস্যের উপদেষ্টা পরিষদের প্রধান উপ-অধ্যক্ষ পারভীন সুলতানা হায়দার বলেন, “এই কমিটি শেরপুর জেলার মেধাবী শিক্ষার্থীদের একটি সুন্দর প্ল্যাটফর্ম তৈরি করবে। ঐক্য, সহমর্মিতা ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে তারা সমাজে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আমার বিশ্বাস।” নবনির্বাচিত সভাপতি আইয়ুব আলী বলেন, “শেরপুরের শিক্ষার্থীদের মাঝে ভ্রাতৃত্ব, সহযোগিতা ও সাংস্কৃতিক চেতনা জাগ্রত করাই আমাদের মূল...