ঢাকা: বিদ্যুৎ খাতের রাষ্ট্রায়ত্ত্ব প্রতিষ্ঠান ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি (ডেসকো) লিমিটেড টানা তৃতীয় বছরের মতো লোকসানের মুখ দেখেছে। ২০২৪-২৫ হিসাব বছরে কোম্পানিটির কর-পরবর্তী নিট লোকসান হয়েছে ১২৫ কোটি টাকার বেশি।এই বড় অঙ্কের লোকসানের ফলে আগের বছরের ধারাবাহিকতায় চলতি বছরেও পুঁজিবাজারে তালিকাভুক্ত এই কোম্পানি বিনিয়োগকারীদের লভ্যাংশ দিতে ব্যর্থ হয়েছে। ফলে বিনিয়োগকারীদের মধ্যে হতাশা আরও বাড়বে বলে ধারণা করা হচ্ছে।রোববার (১২ অক্টোবর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)-এর মাধ্যমে ডেসকো তাদের ২০২৪-২৫ অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদনের সারসংক্ষেপ প্রকাশ করে। একইসঙ্গে কোম্পানি লভ্যাংশ না দেওয়ার সিদ্ধান্তের আনুষ্ঠানিক ঘোষণাও জানায়।আর্থিক প্রতিবেদন অনুযায়ী, ২০২৪-২৫ হিসাব বছরে ডেসকোর শেয়ারপ্রতি লোকসান ৩ টাকা ১৫ পয়সা হিসাবে নিট লোকসান হয়েছে ১২৫ কোটি ২৩ লাখ টাকা। আগের হিসাব বছরে কোম্পানির শেয়ারপ্রতি লোকসান ১২ টাকা ৭২ পয়সা হিসাবে নিট লোকসান হয়েছিল ৫০৫...