১২ অক্টোবর ২০২৫, ১২:৫৯ পিএম | আপডেট: ১২ অক্টোবর ২০২৫, ০১:০৭ পিএম যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন বর্তমানে প্রোস্টেট ক্যানসারের চিকিৎসার জন্য রেডিয়েশন এবং হরমোন থেরাপি নিচ্ছেন। শনিবার বাইডেনের মুখপাত্র এ তথ্য নিশ্চিত করেছেন। প্রোস্টেট ক্যানসার পুরুষদের মধ্যে সবচেয়ে সাধারণ ক্যান্সারের একটি, যা সময়মতো সঠিক চিকিৎসা না নিলে স্বাস্থ্যঝুঁকি বাড়ায়। এই চিকিৎসা পরিকল্পনা অনুসারে, বাইডেন মে মাসে প্রোস্টেট ক্যানসার শনাক্ত হওয়ার পর চিকিৎসা শুরু করেছেন। তাঁর গ্লিসন স্কোর ৯, যা নির্দেশ করে ক্যান্সারটি অত্যন্ত আগ্রাসী প্রকৃতির। তবে এটি হরমোন-সংবেদনশীল, অর্থাৎ হরমোনভিত্তিক চিকিৎসায় ভালো সাড়া দেওয়ার সম্ভাবনা রয়েছে। বাইডেনের চিকিৎসার অংশ হিসেবে রেডিয়েশন থেরাপি এবং হরমোন থেরাপি নেওয়া হচ্ছে, যাতে ক্যান্সার নিয়ন্ত্রণে রাখা যায়। গত মে মাসে বাইডেনের ক্যান্সার শনাক্ত হওয়ার খবর প্রকাশ্যে আসে। তখন তাঁর কার্যালয় জানিয়েছিল, ক্যান্সার হাড়েও ছড়িয়ে...