১২ অক্টোবর ২০২৫, ০১:৩০ পিএম | আপডেট: ১২ অক্টোবর ২০২৫, ০১:৩০ পিএম ব্রাহ্মণবাড়িয়ায় বিনামূল্যে টাইয়ফয়েড টিকাদান কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। রোববার (১২ অক্টোবর) সকালে নিয়াজ মুহাম্মদ উচ্চ বিদ্যালয়ে এ টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন জেলার সিভিল সার্জন ডাক্তার মোঃ নোমান মিয়া। এসময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক শংকর কুমার বিশ্বাস, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোস্তাফিজুর রহমান, জেলা সিভিল সার্জন অফিসের এস.আই.এম.ও ডাঃ সুবল চন্দ্র সাহা, হেলথ সুপারিন্টেন্ড মোঃ মনিরুল ইসলাম প্রমুখ। কর্মসূচির প্রথম পর্যায়ে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ১৫ বছরের কম বয়সী ছেলে মেয়েদের টিকা দেয়া হচ্ছে। পরে পর্যায়ক্রমে টিকাদান কেন্দ্রগুলোর মাধ্যমে টিকা দেয়া হবে। সিভিল সার্জন ডাক্তার মোঃ নোমান মিয়া জানান, দেশব্যাপী কর্মসূচীর অংশ হিসেবে জেলায় টাইফয়েডের টিকাদান কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে। এই কর্মসূচীর আওতায়...