বর্ষা যায় শরৎ আসে। প্রকৃতির নিয়মে ঋতু বদলায়। গাছেরাও বদলায়। যে বেরিয়াগাছে বর্ষাকালে থোকা ধরে ফুল ফুটতে দেখেছিলাম, সেসব ফুল এখন শরতে এসে ফলে পরিণত হয়েছে। শরতের এক মেঘলা সকালে ধানমন্ডি ঝিলের পশ্চিম পাড়ের পথ ধরে হাঁটতে হাঁটতে চোখে পড়ল বেরিয়ার সেসব ফল। গাছ দুটি এত উঁচু যে কাছ থেকে ফলের দেখা পাওয়ার উপায় নেই। উঁচু ডালপালার মাথায় থোকা ধরে ঝুলছে ফলগুলো। থোকা ধরা সেসব সবুজ ফল দূর থেকে দেখে মনে হচ্ছে, সবুজরঙা হাইড্রেঞ্জিয়া ফুল। এরূপ থোকা ধরা সবুজ রঙের হাইড্রেঞ্জিয়া ফুলের দেখা পেয়েছিলাম আমেরিকায় নায়াগ্রা জলপ্রপাতের পার্কে। বেরিয়ার পাতাগুলোর আকার-আকৃতিও তো সেসব হাইড্রেঞ্জিয়া পাতার মতো। তফাতটা হলো হাইড্রেঞ্জিয়া বীরুৎ বা গুল্ম শ্রেণির গাছ আর বেরিয়া বৃহৎ বৃক্ষ। ঢাকা বিশ্ববিদ্যালয়ে টিএসসির সামনে বুদ্ধ নারকেলগাছের পাশে মানিকজোড়ের মতো একটি প্রাচীন বেরিয়াগাছ...