শীতের আগে এসি বন্ধ করার সময় কিছু সহজ কাজ করে রাখলে তা দীর্ঘসময় ভালো থাকে, আর পরের ব্যবহারেও ঝামেলা হয় না। চলুন জেনে নেই কী কী করতে হবে-ব্যাচেলরদের শোবার ঘর গুছিয়ে রাখার সহজ কিছু টিপসফিল্টার পরিষ্কার করে রাখুন: এসি চালানোর সময় ফিল্টারে ধুলাবালি জমে। যদি ফিল্টার অপরিষ্কার থাকে, তাহলে ব্যাকটেরিয়া জন্মাতে পারে এবং বাতাসও ঠিকমতো ঠান্ডা হয় না। তাই শীতকালের আগে ফিল্টার খুলে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে শুকিয়ে আবার লাগিয়ে রাখুন।ভেতরের ও বাইরের ইউনিট পরিষ্কার করুন: ইভাপোরেটর (অন্দরমহলের ইউনিট) এবং কনডেনসার (বাইরের ইউনিট)-এ যদি ধুলা জমে, তাহলে বাতাস চলাচলে বাধা পড়ে। প্রয়োজনে একজন টেকনিশিয়ান ডেকে সার্ভিস করিয়ে নিন।ড্রেন পাইপ ভালোভাবে পরিষ্কার করুন: ড্রেন পাইপে যদি ময়লা জমে থাকে, তাহলে পানি লিক করতে পারে। শীতের আগে পাইপ ভালোভাবে ব্লোয়ার বা ভ্যাকুয়াম...