জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রশিবিরের আয়োজিত আন্ত:বিভাগ বিতর্ক প্রতিযোগিতায় ফাইনালে গিয়েছে ইতিহাস ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগ। গতকাল শনিবার (১১ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের অবকাশ ভবনের দিনব্যাপী এ প্রতিযোগিতা চলে। জানা যায়, প্রতিযোগিতায় মোট ২৪ টিম অংশগ্রহণ করে। প্রত্যেক টিমে ৩ জন করে বিতার্কিক অংশগ্রহণ করে। বিতর্কটি ট্যাব ফরমেটে হয়। ট্যাব পর্বে প্রত্যেক টিম ৩ রাউন্ড বিতর্ক করার সুযোগ পায়। ৩ রাউন্ড বিতর্কের মোট নম্বরের গড়ের মাধ্যমে সর্বোচ্চ নম্বরধারীকে ডিবেটর অব দ্যা টুর্নামেন্ট অর্থাৎ সেরা বিতার্কিক নির্বাচিত হন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২০২১-২২ বর্ষের আহনাফ তাহমিদ শাফি। তার প্রাপ্ত নাম্বার ২৩৫। ২য় সর্বোচ্চ নাম্বার পায় ইতিহাস বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রুকসানা মিতু এবং গণিত বিভাগের একই বর্ষের মুনিব মুসান্না। তাদের প্রাপ্ত নাম্বার ২৩৪। আয়োজকরা জানান, প্রতিযোগিতায় ট্যাব রাউন্ড থেকে ফাইনালিস্ট হয়েছে ইতিহাস বিভাগ ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের...