চাঁদাবাজি, দখলদারিত্ব, সিন্ডিকেট ও দুর্নীতির বিরুদ্ধে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) লং মার্চ শেষে শনিবার (১১ অক্টোবর) রাতে পঞ্চগড়ের শেরে বাংলা পার্ক মোড়ে সমাপনী পথসভায় বিদ্যুৎবিভ্রাট দেখা দেওয়ায় নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানির (নেসকো) ওপর ক্ষোভ ঝাড়লেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। বক্তব্য দেওয়ার সময় হঠাৎ বিদ্যুৎ চলে গেলে সারজিস আলম বলেন, একবার নয় দুই বার নয়, এবার নিয়ে তিনবার এনসিপির অনুষ্ঠান চলাকালে বিদ্যুৎ বিভ্রাট দেখা দিয়েছে। সারজিস আলম নেসকো কর্তৃপক্ষকে উদ্দেশ করে বলেন, নেসকোর যে মালিক তাকে এবং তার বাপকে জবাব দিতে হবে এনসিপির প্রোগ্রামের সময় এটা হয় কেন? যারা এই কাজ করেছে মূলত রাজনৈতিক দেউলিয়াদেরকে আমরা দেখে নেব। তাদের কলিজা কতো বড় হইছে। কলিজা ছিঁড়ে রাস্তায় ফেলে রাখব। এরপর দেখব পঞ্চগড়ের নেসকোর দায়িত্বে কে আছে। সারজিস আলম নেসকো কর্মকর্তাদের...