হংকংয়ের বিপক্ষে বিস্ময় জাগানিয়া হারের পর বাংলাদেশ দলের কোচ ও স্থানীয় খেলোয়াড়দের নিয়ে সমালোচনার জোয়ার বয়ে যাচ্ছে। গোলরক্ষক মিতুল মারমাও কম তোপের মুখে পড়েননি। এমনকি দলে জায়গা না পাওয়া আনিসুর রহমান জিকো বাংলাদেশের সেরা গোলরক্ষক কি না, মিতুল মারমার জায়গায় তার সুযোগ পাওয়া উচিত কি না, তা নিয়েও প্রশ্ন উঠছে। বাংলাদেশ ম্যাচটা হেরেছিল নিজেদের ভুলে। ৩টি গোল রীতিমতো উপহার দিয়েছেন বাংলাদেশের ফুটবলাররা। তবে এরপরও গোলরক্ষকের নৈপুণ্য বাঁচিয়ে রাখতে পারত দলকে। কিন্তু মিতুল মারমাও ছিলেন নিস্প্রভ। প্রথম গোলে এভেরতন কামারগো শটটা নিয়েছিলেন দুর্বল। তবে স্বাভাবিক রিফ্লেক্স দেখাতে পারলেই বলটা ঠেকিয়ে দিতে পারতেন মিতুল। এরপর শেষ গোলে যখন তার চোখের সামনে দিয়ে এল মাঝে থাকা রাফায়েল মেরকেজের কাছে, তার আগেই বলটা কবজায় নিয়ে নিতে পারতেন মিতুল। সেটা হলেও হারটা ঠেকানো যেত। তবে...