স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) বলেছেন, তিনি সেইফ এক্সিট চান না। তিনি বলেন, ‘কোথায় যাবো। একা একা সেইফ এক্সিট নিয়ে বাইরে গিয়ে কী করব। স্ত্রী সন্তান সবাই বাংলাদেশে।’ লুট হওয়া অস্ত্র উদ্ধারের বিষয়ে তিনি বলেছেন, হারানো অস্ত্র কখনও শতভাগ উদ্ধার হয় না। কিছু অস্ত্র বাইরে থেকেই যায়। রবিবার (১২ অক্টোবর) দুপুরে সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘আজকের বৈঠক হয়েছে জাতীয় নির্বাচন নিয়ে। কীভাবে শান্তিপূর্ণভাবে সুষ্ঠু নির্বাচন উপহার দেওয়া যায়। নির্বাচনের সময় যেন কেউ পরিস্থিতি অস্থিতিশীল করতে না পারে, সে ব্যবস্থা নেওয়া হচ্ছে।’ লুট হওয়া সব অস্ত্র উদ্ধারের বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘হারানো অস্ত্র কখনও শতভাগ উদ্ধার হয় না। কিছু অস্ত্র থেকেই...