প্রশান্ত মহাসাগরীয় উপকূলের কাছাকাছি অঞ্চলের কর্তৃপক্ষ গ্রীষ্মমন্ডলীয় নিম্নচাপ রেমন্ড ও প্রিসিলার অবশিষ্টাংশের ওপর কড়া নজর রাখছে, যা একসময় হারিকেন ছিল।দুটি ঝড়ের কারণে মেক্সিকোর পশ্চিমে ভারী বৃষ্টিপাত হয়েছে, যার ফলে চিয়াপাস, গুয়েরেরো, ওক্সাকা ও মিচোয়াকান রাজ্য ক্ষতিগ্রস্ত হয়েছে।ইউ এস ন্যাশনাল হারিকেন সেন্টারের মতে, রেমন্ড সপ্তাহের শেষে বাজা ক্যালিফোর্নিয়ার দক্ষিণ অংশে আঘাত হানবে বলে আশঙ্কা করা হচ্ছে।সূত্র: বাসসনিউজজি/এস আর দুটি ঝড়ের কারণে মেক্সিকোর পশ্চিমে ভারী বৃষ্টিপাত হয়েছে, যার ফলে চিয়াপাস, গুয়েরেরো, ওক্সাকা ও মিচোয়াকান রাজ্য ক্ষতিগ্রস্ত হয়েছে।ইউ এস ন্যাশনাল হারিকেন সেন্টারের মতে, রেমন্ড...