হবিগঞ্জ ৫৫ বিজিবির অভিযানে ২৫ লক্ষাধিক টাকা মূল্যের ভারতীয় মাদকসহ বিভিন্ন প্রকার চোরাচালানী পণ্য জব্দ হয়েছে। শনিবার দিবাগত মধ্যরাতে এসব তথ্য নিশ্চিত করেন ৫৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ তানজিলুর রহমান। এর আগে গত ৫ দিনে একাধিক অভিযানে ওইসব জব্দ হয়। ৫৫ বিজিবি জানায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিজিবির টহলদল তেলিয়াপাড়া-চুনারুঘাট মহাসড়কের জগদীশপুর মুক্তিযুদ্ধ চত্বর এলাকায় কৌশলগত অবস্থান গ্রহণ করে। এক পর্যায়ে দুটি হাইয়েস গাড়ীকে আভিযানিক দলের সন্দেহ হলে আটক করে তল্লাশি চালিয়ে ১৫ লাখ ৭৩ হাজার ২০০ টাকা মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় জিরা ও কাবেরী মেহেদী জব্দ করা হয়। এছাড়াও হবিগঞ্জ ৫৫ বিজিবির আওতাধীন মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলাধীন সিন্দুরখান, গুটিবাড়ী, কাকমারাছড়া বিওপির টহল দল সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে ৩০ বোতল ভারতীয় মদ, ২৩ বোতল বিয়ার, বিভিন্ন প্রকার সারসহ বিপুল...