আজ রোববার ভোর থেকে বন্ধ রয়েছে ময়মনসিংহ হয়ে ঢাকাগামী শেরপুর, জামালপুর, নেত্রকোনা, কিশোরগঞ্জসহ পাঁচ জেলার বাস। এতে দুর্ভোগে পড়েছে ঢাকাগামী যাত্রীরা। সপ্তাহের প্রথম কার্যদিবস হওয়ায় ঢাকায় কর্মরত যাত্রীরা বিকল্প যানবাহনে ফেরার চেষ্টা করছেন। রোববার সকালে ময়মনসিংহের মাসকান্দা বাসস্ট্যান্ডে গিয়ে দেখা যায়, বাস টার্মিনাল থেকে ছেড়ে যাচ্ছে না ইউনাইটেডসহ সৌখিন পরিবহনের অন্তত ৩০০ গাড়ি। এদিকে সকাল সকাল অফিসগামী যাত্রী থেকে শুরু করে বিভিন্ন গন্তব্যের উদ্দেশ্যে যাত্রা করা যাত্রীরা বাস টার্মিনালে এসে পড়েন চরম বিপাকে। গতকাল বিকেলে ইউনাইটেড পরিবহনের ১৬টি বাস বন্ধ থাকার আশ্বাসে মাসকান্দা বাসট্যান্ডে জুলাইযোদ্ধা ও এনসিপি নেতা-কর্মীরা অবস্থান কর্মসূচি এবং ঢাকা বাইপাস এলাকা থেকে পরিবহন শ্রমিকদের অবরোধ তুলে নেওয়া হয়। পরে শ্রমিক নেতৃবৃন্দের নির্দেশে আজ সকাল থেকে আবারও ঢাকা ময়মনসিংহ রোডে চলা বিভাগের ময়মনসিংহসহ নেত্রকোনা, শেরপুর, জামালপুর ছাড়াও কিশোরগঞ্জের...