যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর ফিলিস্তিনের গাজা উপত্যকা থেকে সেনা প্রত্যাহার শুরু করেছে ইসরাইল। ইতোমধ্যে কয়েকটি এলাকা থেকে সেনা প্রত্যাহার করে নেওয়া হয়েছে। তুর্কি বার্তা সংস্থা আনাদোলুর এক প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার থেকে ইসরাইল-গাজা সীমান্তের ‘ইয়েলো লাইন’ ক্রসিং দিয়ে সেনাদের ফিরিয়ে আনা শুরু হয়েছে। শনিবার পর্যন্ত গাজার মধ্যাঞ্চলীয় শহর গাজার সিটির শেজাইয়া, আল তুফাহ এবং জেইতুন এলাকা, দক্ষিণাঞ্চলীয় শহর খান ইউনিসের পূর্বাংশ এবং দক্ষিণাংশ থেকে সেনা প্রত্যাহার করা হয়েছে। ইসরাইলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) কর্মকর্তারা জানিয়েছেন, পর্যায়ক্রমে গাজার অন্যান্য এলাকা থেকেও সেনাদের প্রত্যাহার করে নেওয়া হবে। এদিকে ইসরাইল সেনা প্রত্যাহার শুরুর পর নিজ বাসভূমি ফিরে আসছেন বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা। শুক্রবার থেকে শনিবার পর্যন্ত প্রায় ৫ লাখ ফিলিস্তিনি গাজা সিটিতে ফিরে এসেছেন বলে জানিয়েছে উপত্যকাটির সিভিল ডিফেন্স সংস্থা। গত কয়েক সপ্তাহের ভারি বোমাবর্ষণে এলাকাটি...