লিওনেল মেসি ও জর্দি আলবার দুর্দান্ত পারফরম্যান্সে ইন্টার মিয়ামি তাদের শেষ হোম ম্যাচে আটলান্টা ইউনাইটেডকে ৪-০ ব্যবধানে উড়িয়ে দিয়েছে। শনিবার (১১ অক্টোবর) রাতে চেজ স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে মেসি জোড়া গোল ও একটি অ্যাসিস্ট করে দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। মজার ব্যাপার হলো, আর্জেন্টিনা জাতীয় দলের অক্টোবর উইন্ডোর স্কোয়াডে ডাক পেলেও মেসি এবার দেশের বদলে ক্লাবের হয়ে খেলতে মাঠে নামেন। ইন্টার মিয়ামির কোচ হ্যাভিয়ের মাচেরানো জানান, আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনির সঙ্গে কথা বলেই তিনি মেসিকে খেলানোর অনুমতি পান। তিনি বলেন, স্কালোনি আমাকে জানিয়েছিলেন, তিনি মেসিকে খেলাবেন না। তাই আমরা সুযোগটা নিয়েছি। মেসি নিজেও খেলতে আগ্রহী ছিল। সে বিশেষ একজন খেলোয়াড়, আজ আবার সেটা প্রমাণ করল। আরো পড়ুন :মেসির হ্যাটট্রিক অ্যাসিস্টে বড় জয় মায়ামির ম্যাচের ২৫তম মিনিটে মেসির বাঁ-পায়ের দুর্দান্ত শটে...