আইফা( ইন্টারন্যাশনাল ইন্ডিয়ান ফিল্ম অ্যাকাডেমি) অ্যাওয়ার্ডের পর এবার ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ডস-এও বাজিমাত করল বহুল প্রশংসিত সিনেমা ‘লাপাতা লেডিস’। শনিবার (১২ অক্টোবর) রাতে ভারতের আহমেদাবাদের কাঁকারিয়া লেকের একেএ এরিনায় জমে উঠেছিল তারকামেলা। ৭০তম ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস যেন হয়ে উঠেছিল বলিউডের উৎসবের রাত। এ বছরের আসরে সবচেয়ে বেশি আলো কুড়িয়েছে আমির খান প্রযোজিত বহুল আলোচিত সিনেমা ‘লাপাতা লেডিস’। সামাজিক ব্যঙ্গ ও মানবিক আবেগে মোড়া এই সিনেমাই জিতেছে সেরা চলচ্চিত্রসহ ১২টি বিভাগে পুরস্কার, যা এবারের ফিল্মফেয়ারের ইতিহাসে এক নতুন মাইলফলক। এবারের ফিল্মফেয়ারে সেরা অভিনেতার পুরস্কার ভাগ করে নিয়েছেন অভিষেক বচ্চন ও কার্তিক আরিয়ান। সেরা অভিনেত্রী হয়েছেন আলিয়া ভাট। আজীবন সম্মাননা পেয়েছেন জিনাত আমান ও শ্যাম বেনেগাল। জমকালো এই আয়োজন উপস্থাপনা করেন বলিউড কিং শাহরুখ খান। সহযোগী উপস্থাপক ছিলেন করণ জোহর ও মনীশ পল। শুধু...