শেরপুরের রামকৃষ্ণপুর গ্রাম থেকে রবিবার সকালে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার করে পুলিশ শেরপুরের চরশেরপুর ইউনিয়নের রামকৃষ্ণপুর গ্রাম থেকে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (১২ অক্টোবর) সকালে অটোরিকশা চালক হেলাল মিয়ার ঘরের মেঝে থেকে মরদেহটি উদ্ধার হয়। পুলিশ মারা যাওয়া নারীর নাম-পরিচয় জানাতে পারেনি। এলাকাবাসী ভাষ্য, মারা যাওয়ার আগে তারা ওই নারীকে বিভিন্ন মাজারে ঘুরে বেড়াতে দেখেছেন।আরো পড়ুন:কুষ্টিয়ায় পুকুর থেকে গৃহবধূর মরদেহ উদ্ধারবাবার সঙ্গে গরু চড়াতে গিয়ে নিখোঁজ, জঙ্গলে মিলল হুজাইফার মরদেহ বাবার সঙ্গে গরু চড়াতে গিয়ে নিখোঁজ, জঙ্গলে মিলল হুজাইফার মরদেহ স্থানীয়রা জানান, আজ সকালে স্থানীয় এক নারী হেলালের ঘরের মেঝেতে ওই নারীর মরদেহ দেখতে পান। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। ঘটনার পর থেকেই হেলালের খোঁজ পাওয়া যাচ্ছে না। তারা আরো জানান, মাঝে...