চীন আবারও বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে—মাত্র ৯ ঘণ্টায় তারা নির্মাণ করেছে একটি সম্পূর্ণ রেলস্টেশন! ফুজৌ শহরের (Fuzhou City) ফুজিয়ান প্রদেশে রাতারাতি এই অবিশ্বাস্য প্রকল্পটি সম্পন্ন হয়। এতে অংশ নেয় ১,৫০০ শ্রমিক, ৭টি ট্রেন, এবং ২৩টি নির্মাণযান—সবাই নিরবচ্ছিন্নভাবে কাজ করে সকাল হওয়ার আগেই স্টেশনটি পুরোপুরি দাঁড় করিয়ে ফেলে। কর্মীরা একসঙ্গে রেললাইন, সিগন্যাল ও বিদ্যুৎ সংযোগ স্থাপন করেন—অবিশ্বাস্য সমন্বয় ও নির্ভুলতার সঙ্গে। এটি কোনো প্রি-ফ্যাব বা পূর্বনির্মিত কাঠামো নয়, বরং তিনটি প্রধান রেললাইনকে সংযুক্ত করা সম্পূর্ণ কার্যকর একটি রেলস্টেশন। চীনের উচ্চগতির রেলব্যবস্থা (High-Speed Rail) ইতিমধ্যেই বিশ্বের সবচেয়ে বড়, কিন্তু এই ঘটনা দেখিয়েছে তাদের আরও বড় শক্তি—সমষ্টিগত শৃঙ্খলা ও সুনির্দিষ্ট পরিকল্পনা। প্রতিটি শ্রমিক জানতেন তাঁর নির্দিষ্ট ভূমিকা,...