বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষকদের ১৩ সদস্যের প্রতিনিধি দল অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করতে সচিবালয়ে গেছেন। রোববার (১২ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে আন্দোলনরতদের প্রতিনিধি দল সচিবালয়ে প্রবেশ করে। প্রতিনিধি দলে ছিলেন, এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের আহ্বায়ক অধ্যক্ষ মাঈন উদ্দিন, সদস্য সচিব অধ্যক্ষ দেলওয়ার হোসেন আজিজী, যুগ্ম সদস্য সচিব মো. রফিকুল ইসলাম, মো. আবু তালেব সোহাগ, আশরাফুজ্জামান হানিফ, অধ্যক্ষ আলাউদ্দিন, তোফায়েল সরকার, শান্ত ইসলাম, প্রকৌশলী আবুল বাশার, যুগ্ম আহ্বায়ক নুরুল আমিন হেলালী, হাবিবুল্লাহ রাজু, মোহাম্মদ মিজানুর রহমান ও আজিজুর রহমান আজম। আরো পড়ুন :ঢাকা কলেজের স্বকীয়তা রক্ষার দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ সচিবালয়ে প্রবেশের আগে প্রেস ক্লাবের সামনে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলওয়ার হোসেন আজিজী। তিনি বলেন, “অর্থ মন্ত্রণালয়ের উপসচিব পদমর্যাদার এক কর্মকর্তা আমাদের সঙ্গে...