রবিবার (১২ অক্টোবর) আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। বেহাত হওয়া কতগুলো অস্ত্র উদ্ধার হয়েছে জানতে চাইলে উপদেষ্টা বলেন, আইজিপির সঙ্গে কথা বলে পরের সভায় হয়ত জানাতে পারবো। তিনি আরও বলেন, নির্বাচনের সময় কেউ যেন কোনো অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে না পারে, সেই ব্যবস্থা করা হচ্ছে। তিনি জানান, সব অস্ত্র সব সময় উদ্ধার হয় না, কিছু অস্ত্র বাইরে থাকে। এ কারণেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রয়োজন হয়। যদি সব অস্ত্র উদ্ধার হয়ে যেত, তাহলে তো আর আইনশৃঙ্খলা বাহিনী লাগতো না, নির্বাচন স্বাভাবিকভাবেই হয়ে যেতো। কোনো ধরনের অসুবিধা নেই। আল্লাহ চাইলে ভালোভাবে নির্বাচন হবে। সম্প্রতি এক উপদেষ্টা বলেছেন বর্তমান উপদেষ্টারা সেইফ এক্সিট চান। আপনিও সেইফ এক্সিট চান কি-না? এমন প্রশ্ন উত্তরে...