মাদারীপুরের ডাসারে একটি মসজিদের সামনে থেকে ইমামের মোটরসাইকেল চুরির ঘটনায় দুই চোরকে স্থানীয়রা আটক করে পুলিশের কাছে সোপর্দ করে। এসময় তাদের কাছে থেকে চুরির লাল রংয়ের একটি পালসার মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। রোববার ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ এহতেশামুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। আটককৃতরা হলো, কালকিনি উপজেলার মো. সলেমান সরদারের ছেলে মো. বাবু সরদার (২৫) ও কালকিনি উপজেলার পশ্চিম মিনাজদি গ্রামের লুৎফর সরদারের ছেলে শাকিল সরদার (২০)। ভুক্তভোগী ইমাম হাবিবুর রহমান হাবিব জানান, গত মাসের ২৩ তারিখ আমি মসজিদে জোহরের নামজের পরে মসজিদের মিনারের উপর মটর সাইকেলের চাবি রেখে ঘুমিয়ে পড়ি। এই সুযোগে চাবিসহ আমার ব্যবহৃত লাল রংয়ের একটি পালসার মটর সাইকেল নিয়ে যায় চোর। পরে থানায় জিডি করি। শনিবার দুপুরের দিকে আমি আরেকটি মটর সাইকেল নিয়ে...