গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেছেন, কারো পাতানো ফাঁদে পা না দিয়ে, নিজেই সত্যমিথ্যা যাচাই-বাছাই করতে শিখুন। তিনি তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে শনিবার রাতে দেশের সেনাবাহিনীর বিরুদ্ধে জনগণকে রাস্তায় নেমে আসার এক আহ্বান প্রসঙ্গে এ কথা বলেন। রোববার (১২ অক্টোবর) বেলা ১১টার দিকে দেওয়া ওই ফেসবুক পোস্টে রাশেদ খান লিখেছেন, গতকাল রাতে আর্মির বিরুদ্ধে মাদ্রাসার শিক্ষার্থী, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও সাধারণ মানুষকে নেমে আসার আহ্বান করেছেন কেউ কেউ। যারা এই আহ্বান করেছেন, তারা কিন্তু বলেননি, আমি লাগেজ নিয়ে রওনা দিয়েছি, বিমানে উঠেছি, দেশমাতৃকাকে রক্ষা করতে সেনাবাহিনীর এপিসির সামনে শুয়ে দেশকে ক্যু থেকে বাঁচাতে রওনা দিয়েছি।আরও পড়ুনআরও পড়ুনওদের কলিজা ছিঁড়ে রাস্তায় ফেলে রাখব: সারজিস তিনি বলেন, এসব গুঁজবে কান দিয়ে যদি সত্যিই কতিপয় মাদ্রাসার শিক্ষার্থী, সাধারণ মানুষ কিংবা...