আরেকটি ব্যাটিং ব্যর্থতার নজির রেখে আফগানিস্তানের কাছে টানা তৃতীয় ওয়ানডে সিরিজ হেরেছে বাংলাদেশ। দ্বিতীয় ওয়ানডেতে আফগানদের কাছে হেরেছে ৮১ রানে। তাতে এক ম্যাচ আগেই সিরিজ হার নিশ্চিত হয়েছে মেহেদী হাসান মিরাজদের। বাংলাদেশ দলের স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদ মনে করেন, ব্যাটাররা রশিদ খানের বলের গুণাগুণ বিচার না করে তার খ্যাতির প্রভাবেই কাবু হচ্ছেন। আফগান লেগস্পিনার রশিদের ঘূর্ণিতেই ধসে পড়ে বাংলাদেশের মিডল অর্ডার। ১৭ রানে ৫ উইকেট নেন তিনি। ম্যাচের পর তাই মুশতাক আহমেদ বলেছেন, ‘ওরা বল নয়, রশিদকেই খেলছে।’ শনিবার আবুধাবির জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে ১৯১ রানের সহজ লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ১০৯ রানে গুটিয়ে যায় বাংলাদেশ। ওয়ানডেতে আফগানিস্তানের বিপক্ষে এটি তাদের সর্বনিম্ন স্কোর আর আবুধাবিতে খেলা কোনও দলের দ্বিতীয় সর্বনিম্ন। আফগান স্পিন তারকা রশিদ খান ছিলেন বাংলাদেশের বিপর্যয়ের মূল।...