গাজায় ইসরাইল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার একদিন পর যুক্তরাজ্যের লন্ডনে সমাবেশ করেছে ফিলিস্তিনিপন্থি লাখো মানুষ। শনিবার বিকেলের বিক্ষোভে ইসরাইল-ফিলিস্তিন সংঘাতের মূল কারণগুলো খুঁজে বের করে, তা সমাধানের আহ্বান জানান বিক্ষোভকারীরা। খবর বিবিসির। মুসলিম অ্যাসোসিয়েশন অব ব্রিটেন, ফ্রেন্ডস অব আল আকসা এবং ব্রিটেনের প্যালেস্টাইন ফোরামসহ অন্যান্যদের সাথে এ বিক্ষোভের আয়োজন করে প্যালেস্টাইন সলিডারিটি ক্যাম্পেইন (পিএসসি)। এতে অংশ নেয় কমপক্ষে ছয়লাখ মানুষ। মিছিলের সময় ‘ইসরাইলকে অস্ত্র দেয়া বন্ধ করো’, ‘ফিলিস্তিনকে মুক্ত করো’ এ ধরনের স্লোগান দেন বিক্ষোভকারীরা। মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, আইন ভঙ্গ, মারামারি এবং নিষিদ্ধ গোষ্ঠীকে সমর্থন করার মতো অপরাধের জন্য ১৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে প্যালেস্টাইন সলিডারিটি ক্যাম্পেইনের পরিচালক বেন জামাল বলেছেন যে তারা ফিলিস্তিনিদের সমর্থন করা কখনো বন্ধ করবেন না। জামাল বলেন, ইসরাইল যেকোনো সময় যুদ্ধবিরতি ভঙ্গ...